Sunday, 20 October 2013

মাসুদ রানা জানেন নাঃ “যা লয়ে বিচার”

লন্ডনে অন্যান্য খবরের কাগজের মধ্যে “পত্রিকা”-ই আমার সবচাইতে পছন্দের সুতরাং গ্রোসারীতে গেলে এক কপি “পত্রিকা” আমার বাজারের ঝুড়িতে অবধারিত ভাবে স্থান পায় সব সময়ই। গতকালও বাজার থেকে এক কপি পত্রিকা নিয়ে আসতে আমার ভুল হয়নি। কিন্তু বাসায় এসে যখন “পত্রিকা” তে প্রকাশিত কলামিস্ট মাসুদ রানার একটি লেখা “গোলাম আজমের আটকঃ কি লয়ে বিচার” এই শিরোনামে একটি লেখা পড়ি, তখন মনে হচ্ছিলো এই ইস্যুটি না কিনলেই হয়ত পারতাম। অযথাই মন খারাপ হওয়া আর একজন দায়িত্বজ্ঞান সম্পূর্ণ মানুষ যাকে মনে করতাম, তাঁর রচিত “যুদ্ধাপরাধের বিচারকে ধোঁয়া গ্রস্থ করা ধরনের লেখা” (অন্ততঃ আমার মতে ও পর্যবেক্ষনে) সম্ভবত পড়তে হোতো না। ঠিক এমন করেই যখন ভাবনা এগোচ্ছিলো তখন নিজেকেই প্রবোধ দেই এই বলে যে, অন্ধ হলেই কি প্রলয় বন্ধ থাকে? বরং চোখ খুলে রেখে এই প্রলয় কে ঠেকাতে হয়। প্রলয়কে ভালো করে বুঝিয়ে দিতে হয় যে, “তুমি এসে যে ক্ষতি করেছো মানব জাতির, সমাজের, সংসারের তার প্রভাব তোমার মত প্রলয়কারীর হয়ত জানা নেই”। সেই ভাবনা থেকেই আজকে এই লেখা লিখতে বসা। উক্ত লেখার লেখক জনাব মাসুদ রানা তাঁর লেখায় যেসব ভুল তথ্য, গোলাম আজমের গ্রেফতার নিয়ে ব্রিক লেইনে আনন্দিত মানুষের প্রতি যে সুক্ষ্ণ ঠাট্টা করবার ক্ষীন চেষ্টা করেছেন এবং সর্বপোরি যেই রাজনৈতিক সিদ্ধান্তে এসেছেন, সেগুলোর একটা জবাব খুব প্রয়োজনীয় বলেই আমার মনে হয়েছে। সে কারনের আজকের এই লেখা লিখতে বসা।